বান্দরবানে বিভিন্ন পাহাড়ের পাদদেশে লক্ষাধিক মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস
- আপডেট সময় : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
পার্বত্য অঞ্চলে প্রতি বছর বর্ষায় ভারী বৃষ্টিতে দেখা দেয় পাহাড় ধসের আশঙ্কা। বান্দরবানে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি পূর্ণ ভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। এসব বাসীন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া না হলে যেকোন সময় পাহাড় ধসে ঘটতে পারে প্রাণ হানির ঘটনা। তাই বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেয়ার দাবী স্থানীয়দের।
বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে প্রায় লক্ষাধিক মানুষ। জেলার লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি রুমা থানচি রোয়াংছড়ি সদরসহ প্রত্যেক উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে এসব মানুষ। আর বর্ষাকালে অতিবর্ষণের ফলে পাহাড় ধসে প্রাণ হারায় এসব এলাকার মানুষ। ভৌগলিক অবস্থান গত কারনে পার্বত্য এলাকায় পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় দরিদ্র অসহায় মানুষ অনেকটা বাধ্য হয়েই পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করে।
শীত ও শুষ্ক মৌসুমে তেমন একটা ঝুঁকি না থাকলেও বর্ষাকালে টানা বৃষ্টিপাতের কারনে ভূমি ক্ষয় হয়ে দেখা দেয় পাহাড় ধস। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নেয়া হলেও বর্ষা শেষে আবারও পাহাড়ে বসতি গড়ে তোলে তারা। আর তাই বর্ষাকাল শুরু হওয়ায় ঝুঁকিতে রয়েছে পাহাড়ের এসব বাসিন্দারা- এসব বাসিন্দাদের সরিয়ে নিতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেয়ার কথা জানান জেলাপ্রশাসক। সরকারী তথ্যমতে বান্দরবান জেলায় গেল ৫ বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে অন্তত ৬৩ জন।