বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৭০টি বাড়ি ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৭০টি বাড়ি ঘর।
গেলরাতে পাড়ার মাঝখানে একটি বাড়িতে লাগলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সোমবার রাতে পাড়ার মাঝখানে একটি বাড়িতে হঠাৎ আগুনের সুত্রপাত হয়।এবং তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭০টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরগুলো পাশাপাশি ও ঘন বসতি হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ভষ্মীভূত হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাড়ার প্রাথমিক সরকারি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। তবে বেশিরভাগ পরিবার এখনও খোলা আকাশের নিচে ।