বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস ও মগবাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৪
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস ও মগবাহিনীর মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে।
রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কানাপাড়ায় শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানিয়েছেন, চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।