বাবরকে নিয়ে কথা উল্টে ফেললেন হাফিজ
- আপডেট সময় : ০৯:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রীতিমতো ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া যাকে বলে! ভারতের কাছে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে একপ্রকার তুলাধোনা করেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু দুই সপ্তাহ না যেতেই এবার সুর পাল্টে ফেললেন দেশটির সাবেক অলরাউন্ডার। উল্টো বাবরের সমালোচকদেরই সমালোচনা করেছেন হাফিজ। আর সেটিও এমন সময়ে, যখন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের টিকে থাকার চেয়ে বিদায়ই বেশি কাছে।
আগামীকাল সুপার টুয়েলভের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে বাবরের দল। এই ম্যাচ জিতলেও পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা–নেদারল্যান্ডস আর ভারত–জিম্বাবুয়ে ম্যাচের ফলের দিকেও।
টুর্নামেন্টের এ পর্যায়ে বাবরদের এভাবে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে প্রথম দুই ম্যাচে হারের কারণে। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার আগে ভারত ও জিম্বাবুয়ের কাছে দুই ম্যাচেই শেষ বলে গিয়ে হেরেছিল পাকিস্তান। এর মধ্যে ২৩ অক্টোবর প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পরই বাবরের সমালোচনা করেছিলেন সাবেকদের অনেকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক হাফিজ ছিলেন তাঁদের একজন।
বাবরের অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন হাফিজছবি: এএফপি
পাকিস্তানের এক টিভি চ্যানেলে অংশ নিয়ে বাবরের সমালোচনা করে হাফিজ বলেছিলেন, ‘ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা যেন পাপের পর্যায়ে পড়ে। এ নিয়ে টানা তৃতীয় বড় ম্যাচে আমরা তার অধিনায়কত্বে খুঁত দেখলাম। কিন্তু আমরা শুনে আসছি, ৩২ বছর বয়সে আসতে আসতে সে শিখে ফেলবে।’
তথ্যসুত্র- প্রথম আলো