বারবার ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করছে আওয়ামী লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
বারবার ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপরি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম-সাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কমিশনকে ব্যবহার করে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে সরকার। এসময় ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপ নির্বাচনে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বাধা ও হামলার অভিযোগও জানান তিনি। উপ- নির্বাচনের পরিস্থতি জনগণের সামনে তুলে ধরতে মিডিয়ার প্রতি আহবান জানান মির্জা ফখরুল। বলেন, এ সংকট শুধু বিএনপির নয়, সমগ্র জাতির, তাই সবাইকে এগিয়ে আসতে হবে।