বারো থেকে সতের বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশসহ পৃথিবীর আট দেশকে এক সময় লাল তালিকাভুক্ত করা হয়েছিল। তবে সেখান থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে, সভায় জেলা প্রশাসক,পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন উপস্থিত ছিলেন।