বারো সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে শ্রেণি কক্ষে পাঠদান
- আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করেছে স্কুল-কলেজগুলো। করোনা মোকাবেলায় রাখা হয়েছে সেনিটাইজার ও তাপমাত্রা মাপার যন্ত্র। ক্লাস শুরু হলে মাস্ক পরা হবে বাধ্যতামূলক। তবে বাড়ীতে কারো করোনা থাকলে আসা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে। সরাসরি ক্লাস নেয়া শুরু হলে, শিক্ষার্থীরা আবার আগের মতো মনোযোগী হবেন বলে আশাবাদী শিক্ষক-শিক্ষিকারা। আর বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের টিকা দেয়ার পাশাপাশি ক্লাসরুমে যেন নিরাপদ দূরত্ব মানা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
ঢাকার নীলক্ষেত হাইস্কুলের আঙিনায় জমেছে শেওলা। দীর্ঘসময় শিক্ষার্থীদের আনোগোনা নেই, নেই কোনো পরিচর্যাও। স্কুল বন্ধ থাকায় ক্লাসের বেঞ্চে জমেছে ধুলো।
তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে অনেক প্রতিষ্ঠানে শুরু হচ্ছে প্রস্তুতি। স্কুলগুলোতে রাখা হয়েছে সেনিটাইজার, মাস্ক।
অনেক স্কুলের প্রবেশমুখে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। রাখা হয়েছে শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রার মাপার মেশিনও।
স্কুল কলেজ খোলার খবরে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, ক্লাসে সরাসরি অংশগ্রহণে উপকৃত হবে সবাই।
সংক্রমণ খানিকটা কমলেও, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ঝুঁকি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, কেউ অসুস্থ হয়ে পরলে, প্রতিষ্ঠানের পাশে নমুনা পরীক্ষার ব্যবস্থা রাখা দরকার।
সেই সঙ্গে সকল শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারকে টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের।