বার্সেলোনাকে হারিয়ে ম্যারাডোনা কাপ শিরোপা জিতলো বোকা-জুনিয়র্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বার্সেলোনাকে হারিয়ে–ম্যারাডোনা কাপ শিরোপা জিতলো আর্জেন্টাইন ক্লাব বোকা-জুনিয়র্স। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হলে–ট্রাইবেকারে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় বোকা জুনিয়র্স।
আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার স্মরণে বুধবার সৌদি আরবের রিয়াদে গোল পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধে কুটিনহোর অ্যাসিস্ট থেকে বার্সেলোনাকে লিড এনে দেন ফেরান-জোগলা। কিন্তু ৭৭ মিনিটে–জেবালোসের গোলে সমতায় ফেরে বোকা জুনিয়র্স। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। যেখানে কাতালানদের ৪-২ গোলের ব্যবধানে হারায় বোকা জুনিয়র্স।