বালিশকাণ্ডে ঠিকাদার শাহাদাতের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০৭:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বালিশ দুর্নীতি মূল হোতা ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কন্সট্রাকশনের মালিক শাহাদাতের জামিন কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ আজ এ রুল জারি করেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে শেষ হয়েছে দুর্নীতির মামলায় পুলিশের সাবেক ডিআইজি মিজানের ভাগিনা মাহমুদুল হাসানের জামিনের শুনানি। সোমবার আদেশের দিন ধার্য্য করেছে হাইকোর্ট।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্রিন টিসি হাউজিং প্রকল্পের জন্য বালিশ কেনা হয় ৩৩০টি যার প্রতিটির মূল্য প্রায় ৬ হাজার টাকা। আর ফ্ল্যাটে উঠাতে খরচ করা হয়েছে ৯৩১ টাকা। এতে খরচ হয় মোট ২ কোটি ২৭ লাখ ৩ হাজার ৪০ টাকা।
গেল ২৭ আগস্ট আলোচিত ওই দুর্নীতি মামলার আসামী ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদতকে জামিন দেয় পাবনার বিচারিক আদালত।
ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। শুনানি নিয়ে কেন ওই জামিন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত।
এদিন দুর্নীতির মামলায় ডিআইজি মিজানের ভাগিনা পুলিশের এস আই মাহমুদুল হাসানের জামিনের বিষয়ে শুনানি শেষ হয়। আগামীকাল আদেশ দেবে হাইকোর্ট।
অন্যদিকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী। এর আগে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জণের মামলায় দুদকের আবেদনের ভিত্তিতে ওই ব্যাংক অ্যাকাউণ্ট জব্দ করে দেয় বিএফআইইউ।
অন্যদিকে নারায়গঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপুরণ দিতে তিতাসকে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও তিতাস।