বাল্যবিয়ে এবং গর্ভধারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে কিশোরী বধূরা
- আপডেট সময় : ০২:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় করোনার কারণে অভাবে পড়ে কম বয়সেই মেয়ে বিয়ে দিতে বাধ্য হচ্ছে অভিবাবকরা। আশংকাজনকহারে বাল্যবিয়ে বেড়েছে উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদে। অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কিশোরী বধূরা।
করোনা মহামারীতে প্রান্তিক জনপদে দেখা দিয়েছে অভাব-অনটন। ভবিষ্যৎ আশংকায় স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিবাবকরা।এতে করে এবাল্য বিয়ে বেড়ে গেছে গাইবান্ধার বেশির ভাগ উপজেলায়। শহরাঞ্চলে স্থানীয় প্রশাসন কিছুটা তৎপর থাকলেও, প্রত্যন্ত চর এলাকায় থামানো যাচ্ছেনা।
ছোট-বড় মিলিয়ে চার শতাধিক চর রয়েছে জেলায়। শিক্ষা-চিকিৎসাসহ বেশিরভাগ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এসব চরের মানুষ। নিজেদের সীমাবদ্ধতার কথা জানান, অভিভাবকরা।
চরাঞ্চলে বাল্যবিয়ে রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু উন্নয়ন সংস্থা। মেয়েদের স্বাস্থ্য-শিক্ষা বিষয়ে সহযোগিতাও করেন তারা।
করোনাকালে বাল্যবিয়ে রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান,পুলিশ সুপার।
কিন্তু, প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের অভিযানের সফলতা নিয়ে সন্দিহান স্থানীয় বাসিন্দারা।