সিলেটের পর্যটকবাহী বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭
- আপডেট সময় : ০৫:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
সিলেটের পর্যটকবাহী মিনিবাসের মুখোমুখী সংঘর্ষে সিএনজিচালিত অটোরিক্সার ৫ যাত্রীসহ ৭জনের মৃত্যু হয়েছে। আহত ৫জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে কোম্পানীগঞ্জের সুন্দ্রগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ থেকে মাইক্রোবাস নিয়ে সিলেটের পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদাপাথর যাচ্ছিলেন একদল পর্যটক। এসময় কোম্পানীগঞ্জের সুন্দ্রগাও এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তা থেকে ছিটকে দুটি যানই ডোবায় পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
স্থানীয়রা বলেছেন, নিহতদের মধ্যে দুজন চালক ও বাকী ৫ জন অটোরিক্সা যাত্রী ছিলেন। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যরা ভর্তি আছেন হাসপাতালে।
হাসপাতাল কতৃপক্ষ জানায়, ৭ জনের মরদেহ আনা মর্গে হয়েছে। নিহতদের দাফনের জন্য তাত্ক্ষণিক ২৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন উপজেলা প্রশাসন। সিলেট কোম্পানীগঞ্জ সড়কে যানবাহনের অতিরিক্ত গতির জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।