বাস টার্মিনাল ছাড়া সড়কে চাঁদা আদায় করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাস টার্মিনাল ছাড়া সড়কের কোনো জায়গা থেকে চাঁদা কিংবা টোল আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে এক সভাশেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনা রোধে পর্যায়ক্রমে ইজিবাইক, নসিমন-করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
সারাদেশের সড়ক-মহাসড়কে যত্রযত্র চলে অনুমোদনহীন পরিবহণ। বেআইনিভাবে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটি চলে মহাসড়কে। নিয়ম-নীতি না জানায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হয় প্রশিক্ষণহীন চালকরা। পরিবহণ খাতের স্বেচ্ছাচারিতায় মহাসড়কে চলছে মৃত্যুর মিছিল।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কমিটির ১১১টি সুপারিশ ছিল। যার কিছু বাস্তবায়িত হবার পথে।
পর্যায়ক্রমে ইজিবাইক, নছিমন, করিমনও বন্ধের পরিকল্পনা চলছে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী।
বাস টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে কোনো জায়গা থেকে চাঁদা আদায় করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।