বাসাবাড়িতে বুয়া সেজে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
বাসাবাড়িতে বুয়া সেজে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জোসনা খাতুন ও তার সহযোগী কাজী জামাল হোসেন।
সকালে ঢাকার ভাটার থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়, ওসি সাজিদুর রহমান। তিনি বলেন, সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসায় গৃহকর্মী হিসেবে যোগ দেয়, জোসনা খাতুন। পরে সুযোগ বুঝে ঐ বাসা থেকে ৩৬ ভরি স্বর্ণালংকার, ১টি ডায়মন্ডের নেকলেস, ২টি ডায়মন্ডের রিং ও নগদ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় সে। ভিক্টিম ভাটার থানায় মামলা করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকায় অভিযান চালিয়ে বিশ ভরি স্বর্নালংকার উদ্ধার করে পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন বাসায় কৌশলে গৃহকর্মী হিসেবে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল বলে জানায় পুলিশ।