বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরনে ৩জন নিহত ও ২০জন অগ্নিদগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১৯৮৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরনে তিনজন নিহত ও ২০জন অগ্নিদগ্ধ হয়েছে।
এদের মধ্যে ১০জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক। গেলোরাত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুমন
হোসেন, মো. ইউসুফ মিয়া, ও হৃদয় হোসেন। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। নিহত তিনজন সিএনজির চালক ও আহতরা বাস ও সিএনজির চালক বলে জানায় ফিলিং স্টেশনের ম্যানেজার আলআমিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দুইটার দিকে লক্ষ্মীপুর-রামগতি গামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে আসে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে। এসময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে হয়।