বিআইডব্লিউটিসির কাউন্টারে পাঁচ’শ থেকে দেড় হাজার টাকা দিলেই মূহুর্তেই মিলবে টিকেট
- আপডেট সময় : ০৫:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে বিআইডব্লিউটিসির কাউন্টারে বাড়তি টাকা না দিলে ফেরির টিকেট পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। সব ধরনের যানবাহন প্রতি পাঁচ’শ থেকে দেড় হাজার টাকা সরাসরি কিংবা দালালের মাধ্যমে দিলেই মূহুর্তের মধ্যে টিকেট পাওয়া যায়। টাকা না দিলে টার্মিনালে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেন চালকরা।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অনিয়ম-দুর্নীতির মহোৎসব চলছে। নদীতে তীব্র স্রোত থাকায় এমনিতেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায়, প্রতিদিন বাড়তি যানবাহনে তীব্র যানজট হচ্ছে।এ সুযোগ নিচ্ছে আরিচা বিআইডব্লিউটিসি কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারি।
বাড়তি টাকা না দিলে কাউন্টার থেকে টিকেট দিচ্ছে না। দালালের মাধ্যম ছাড়াও, টিকেট কাউন্টারে নির্ধারিত ফি’র অতিরিক্ত পাঁচ’শ থেকে দেড় হাজার টাকা আদায় করা হচ্ছে।প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে।এতে প্রতিদিন হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছে।কৌশলে টার্মিনালে জ্যাম সৃষ্টি করায় হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করে ট্রাক চালকরা।
ট্রাকে অতিরিক্ত পণ্য থাকলে, প্রতি টন ১২০ টাকা করে নেওয়া হচ্ছে।বাড়তি টাকায় টিকেট বিক্রি করলে শাস্তির আওতায় আনা হবে বলে জানায়, বিআইডব্লিউটিসি।
দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।