বিআরটিএ সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগে কর্মবিরতি

- আপডেট সময় : ০১:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবীতে সিলেটে কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘বিআরটিএ সিলেটের এডি সানাউল হক ও রেকর্ড রুমের দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার না করা হলে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটে পরিবহন ধর্মঘট পালন করা হবে।