বিআরবি হাসপাতালের উদ্যোগে বিশ্ব আলঝেইমারস দিবস উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিআরবি হাসপাতালের উদ্যোগে বিশ্ব আলঝেইমারস দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান।
রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোফাজ্জল হোসেন। ভাচুর্য়ালি আরো উপস্থিত ছিলেন সুইডেন হতে ডা. রাইসুল ইসলাম খান ও আয়ারল্যান্ড হতে অধ্যাপক ইরিসিমা লরীসহ হাসপাতালের মেডিকেল অফিসার, নার্স, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা। পরে বক্তারা ডিমেনশিয়ার কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন।