বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে নোয়াখালীর কবিরহার উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজউল্লার স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
এ সময় গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো- বিএনপির অপরাজনীতিরই ধারাবাহিকতা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০১৩- ১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও জানান তিনি। কাদের বলেন, জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসেরও সন্ধান করা হচ্ছে। যারা অর্থ যোগান দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না, তাদের নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।