বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে : কাদের
- আপডেট সময় : ১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি আর কখনো হবে না। কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ সব বলেন তারা।
সচিবালয়ে সচিবালয়ে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বিএনপি আন্দোলনের নামে দেশে সংকট তৈরি করতে চায়।
এদিকে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস-ই বিএনপি’র রাজনীতি।
তিনি জানান, দুনিয়ার কোথাও যা নেই, সেই তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি অহেতুক বিতর্কের সৃষ্টি করছে।
জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কখনো কাউকে বিমুখ করে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে।