বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
১৫ই ফেব্রুয়ারী ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলে মন্তব্য করেছেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নজিরবিহীন সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলংকিত অধ্যায় হয়ে থাকবে।
ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে একথা বলেন। কাদের বলেন, শত শহীদের রক্তের অক্ষরে লেখা তিন জোটের রুপরেখা বাস্তবায়নে কোন পদক্ষেপ না নিয়ে বিএনপি শহীদের রক্তের সাথে বেঈমানী করেছিল। বিএনপি সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না বলেই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরো সুদৃঢ় ঐক্যবদ্ধ করার আহবান জানান ওবায়দুল কাদের।