বিএনপি এখন ষড়যন্ত্র আর দৈব-দুর্বিপাকের ওপর নির্ভরশীলঃ তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জণগণ ও পুলিশকে বিএনপি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ইচ্ছে করে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে। কিন্তু , জনগণ বিএনপির অপরাজনীতি বুঝে ফেলেছে। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন ষড়যন্ত্র আর দৈব-দুর্বিপাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এ কথা বলেন
রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর আগে নয়।
দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের।রোবাবার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি নেতারা অতীতের মত এখনো সরকারের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত।