বিএনপি ক্ষমতায় গেলে আ’লীগকে একরাতেই শেষ করে দিবে : কাদের
- আপডেট সময় : ১১:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে একরাতেই শেষ করে দিবে বলে মন্তব্য করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুনের পৃষ্ঠপোষক জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের ভুয়া আন্দোলনের দফায় জনগণ বিচলিত নয়। বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার মতো শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মিরপুর দারুস সালাম বালুর মাঠে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একদফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনে তাদের শীর্ষ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দেশ বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই।
ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ক্ষতি করবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিভিন্ন মেগা প্রকল্পসহ শেখ হাসিনার উন্নয়নে সামনের দিনগুলোতে বিএনপি চোখে অন্ধকার দেখবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।