বিএনপি খাদের কিনারায় ছিলো, এখন গভীরে চলে গেছে : কাদের
- আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিএনপি খাদের কিনারায় ছিলো, এখন গভীরে চলে গেছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের লিফলেট বিতরণ কর্মসূচি এখন ‘কাজ তো নেই খই ভাঁজে’র মতো। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে সরাসরি সরিয়ে রাশিয়ার সাথে লেনদেন করা কঠিন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে, তবে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে নয়।
সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেররে সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। বৈঠকে বাংলাদেশে জ্বালানি, কৃষি, সড়ক ও সেতুসহ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া থেকে ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশকিছু জিনিস আনা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়।
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের আন্দোলনে সরকারের কিছুই হবে না।
জেলখানায় বিএনপির ১৩ জন নেতাকর্মী মারা গেছে, এমন দাবি প্রসঙ্গে বিএনপিকে তালিকা প্রকাশের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্ধকারে ঢিল ছুড়ে লাভ হবে না।