বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ তা বিশ্বাস করে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করে বলেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই এখন তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতারা মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলেই আছে গণতন্ত্র বহির্ভূত কাজ। যা নিয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছে।
এ সময় জরুরিভিত্তিতে প্রদান করতে কর্মকর্তাদের ড্রাইভিং লাইসেন্স নির্দেশ দেন মন্ত্রী।
সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাংক প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করায় অসন্তোষ জানান,ওবায়দুল কাদের।