বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় নাটোর ও কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় নাটোর ও কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচীত দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করেন।
কুড়িগ্রামেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়।