২৮ অক্টোবরের তাণ্ডব প্রমাণ করেছে বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের প্রশ্নে বিএনপির সঙ্গে কোন রাজনৈতিক সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৮ অক্টোবরের তাণ্ডব প্রমাণ করেছে বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন। যারাই সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, কারো চোখ রাঙানীকে ভয় করেনা সরকার, যথা সময়েই নির্বাচন হবে। নির্বাচনকালীন বর্তমান সরকারই রুটিন ওয়ার্ক পালন করবে বলেও জানান শেখ হাসিনা।
গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনে যোগদানসহ বেলজিয়ামে তিন দিনের সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপস্ সিংক
লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে বিষয় ছাপিয়ে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গে। শুরুতেই ২৮ অক্টোবরের সংঘাতের বিষয়ে কথা বলেন সরকার প্রধান।
দেশজুড়ে বিরোধী দলের তাণ্ডবের পরও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কেনো নীরব ভূমিকা পালন করছে সেই প্রশ্নও তুলেন তিনি।
পিটার হাসের সংলাপের আহ্বান সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নির্ধারিত সময়েই নির্বাচন হবে জানিয়ে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তফসিল ঘোষণার পর সরকারি সুবিধা নিয়ে মন্ত্রীরা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না বলে ও জানান শেখ হাসিনা।