বিএনপি-জামায়াতের ৩৬ ঘণ্টার অবরোধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পিকেটিং
- আপডেট সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
সারা দেশে বিএনপি-জামায়েতসহ সমমনা রাজনৈতিক দলের ৩৬ ঘণ্টার অবরোধে প্রথমদিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, পিকেটিং করে বিএনপি। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অবরোধের সমর্থনে মিছিল শেষে যান চলাচল বন্ধ করে দেয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। গৌরীপুর-নেত্রকোণা সড়ক থেকে মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে।
অবরোধ সমর্থনে নওগাঁ শহরে প্রধান সড়কের বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদল। এসময় সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
বগুড়ার বাইপাস সড়কের ফনির মোড় এলাকায় রোড ব্যারিকেড দিয়ে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি।
বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি ঢাকাগামী কোচ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেয় তারা। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।