বিএনপি তাদের রাজনীতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে :তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিএনপি তাদের রাজনীতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি গত ১১ বছরে বাজেটের কোনো প্রশংসা করতে পারেনি।
প্রতিবারই বাজেট উচ্চাকাঙ্ক্ষী, বাস্তবায়নযোগ্য নয় বলে দাবি করছে তারা। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা বিএনপির সঙ্গে একই সুরে কথা বলে। সবার কথা ভুল প্রমাণিত করে গত ১১ বছরে সব বাজেটই বাস্তবায়ন করা হয়েছে। এ সময় মোবাইল কোম্পানির বাড়তি টাকা আদায় প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাজেট পাশের আগে অতিরিক্ত টাকা নেয়া আইন বহির্ভূত।