বিএনপি দলীয় প্রতীক ছাড়াই বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছে : হানিফ।
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিএনপি দলীয় প্রতীক ছাড়াই বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইচরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন হানিফ। তিনি বলেন- বিএনপি সকালে এক কথা আর বিকেলে আরেক এক কথা বলে। এ ধরনের মিথ্যাচার করতে করতে মানুষের কাছে প্রতারক দল হিসেবে চিহ্নিত হয়েছে তারা। এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।