বিএনপি দেশকে আবারও ভয়াবহ অবস্থায় ফেলতে চায় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি তাদের শাসনামলের মতো দেশকে আবারও ভয়াবহ অবস্থার মধ্যে ফেলতে চায়। তাদেরকে চোর উল্লেখ করে বলেন, তারা ক্ষমতায় এলে বাংলাদেশ আবারও অন্ধকার যুগে নিমজ্জিত হবে। স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গ্লাসগোতে স্থানীয় সময় রাতে স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা সমাধান করা হবে। পাশাপাশি বিনিয়োগের পরিবেশ আরও সুবিধাজনক করারও আশ্বাস দেন তিনি। আওয়ামী লীগ সরকারকে গণমুখী উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, বর্তমান সরকার সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। স্কটল্যান্ডে বিএনপির বিক্ষোভের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিএনপি-জামায়াত জোট কখনও দেশের উন্নয়ন চায় না, এমনকি তারা বাংলাদেশের স্বাধীনতাও চায়নি।’