বিএনপি নিজেরাই অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কি না
- আপডেট সময় : ০৯:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিএনপি নিজেরাই অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কি না সে বিষয়ে সন্দেহ পোষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন তিনি । এছাড়া ২০২১ সালের জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সেতু ভবনের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদুতের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব বলেন ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে বনানী সেতুভবনের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো । পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিএনপি অফিসের সামনের ককটেল বিষ্ফোরন প্রসঙ্গেও কথা বলেন তিনি।
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের প্রার্থীর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সর্বাধিক গ্রহনযোগ্য প্রার্থীকেই বেছে নেয়া হয়েছে।