বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ভোট বৈধ হবে : রাশিদা সুলতানা
- আপডেট সময় : ০৫:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
দেশে চলমান সমস্য সেটা রাজনৈতিক বা সরকারের তৈরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান। খুলনায় এক মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচন কমিশনে বিদেশীদের কোন চাপে নেই। অন্যদিকে বগুড়ায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে কমিশন।
খুলনা বিভাগের ৫ জেলার নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এসময় তিনি বলেন, বাড়ি থেকে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে তা দেখভাল করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলমান সমস্যা রাজনৈতিক। এর সমাধান তাদেরই করতে হবে বলেও জানান তিনি।
এদিকে, দুপুরে বগুড়ার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে ইসি রাশেদা সুলতানা বলেন, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ চলছে। ৩০ দল নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলেও ভোট বৈধ হবে। এর আগে রাজশাহীতে সভা করেন তিনি। রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মত বিনিময়ে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।