বিএনপি নির্বাচনে এলে সংলাপে রাজি সরকার : সালমান এফ রহমান
- আপডেট সময় : ০৮:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য বাংলাদেশকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি বিরোধী দলের সাথে সংলাপের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, নির্বাচনে বিএনপি অংশ নিলে, সরকার সংলাপের জন্য প্রস্তুত। সকালে যুক্তরাজ্যের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান সালমান এফ রহমান। ব্রিটিশ মন্ত্রী নাইজেল হাডলস্টোন জানান, যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে জিএসপি’র চেয়েও বেশি সুবিধা পাবে বাংলাদেশ।
দেশের মোট রপ্তানির ৫০ শতাংশের বেশি যায় ইউরোপের বিভিন্ন দেশে। জিএসপির আওতায় ইউরোপে শুল্ক ও কোটামুক্ত রপ্তানির সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের তৃতীয় বৃহত্তম ক্রেতা দেশ যুক্তরাজ্য। এর ওপর ভর করে ২০২২ সালে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৪.৭ বিলিয়ন পাউন্ড।
ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম–ডিসিটিএস নামের নতুন বাণিজ্য নীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর আওতায় বাংলাদেশসহ ৬৫টি উন্নয়নশীল দেশের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা অব্যাহত রাখা হয়েছে। এতে বাংলাদেশের তৈরি পোশাকসহ ৯৮ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে।
এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসিটিএস’র আওতায় জিএসপির চেয়ে বাংলাদেশ বেশি সুবিধা পাবে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, কথা হয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে আড়ালে চলে যাওয়া রোহিঙ্গা ইস্যুতে।
বৈঠকে বাদ পড়েনি আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক আলোচনা। তাগিদ এসেছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ আর বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার।
বিএনপি নির্বাচনে যাবে প্রতিশ্রুতি দিলে সংলাপে বসবে আওয়ামী লীগ বলেও জানান সালমান এফ রহমান।