বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করেন নাঃ ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারকে দোষারোপ করছে বলে বক্তব্য দিচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
এমন বক্তব্যে প্রমাণ করে বিএনপি নেতাদের দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করেন না। সকালে তাঁর বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে একথা বলেন তিনি।
বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি জানতে চান, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবী করছেন কেন? হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হতে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আবারও অনুরোধ জানান ওবায়দুল কাদের।