বিএনপি বন্যা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের নিয়ে রাজনীতি করছে: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঢাকায় বসে দুর্গতদের নিয়ে উপহাস করছে বিএনপি, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আরো বলেন, বিএনপি বন্যা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের নিয়ে রাজনীতি করছে।
সকালে বঙ্গবন্ধু এভিনিউ কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর নাই থাকুক সব সময়ে জনগণের পাশে রয়েছে। অতীতে বিভিন্ন বন্যা ও দুর্যোগের নিজের অবদান তুলে ধরে তিনি বলেন, এটাই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।
সিলেটে বন্যাকবলিতদেরকে আওয়ামী লীগ সহায়তা করে আসছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিভিন্ন এনজিও সংগঠনর সমালোচনা করে মন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের পাশে না থাকলেও টক শোতে দেখা যায় তাদেরকে।