বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

- আপডেট সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বলেন, যারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় তারা গণতন্ত্রের কথা বলে।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, বিএনপি এবং স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। এ জন্যই আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। এমন ত্যাগী নেতা জীবিত থাকলে এই অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের আমলে কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, গুম-খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলো।