বিএনপি ষড়যন্ত্রের চোরা গলি দিয়ে ক্ষমতায় যেতে চাইছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিএনপি ষড়যন্ত্রের চোরা গলি দিয়ে ক্ষমতায় যেতে চাইছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সাংবাদিকদের ব্রিফিংএ এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক শক্তিকে যারা মদদ দেয়, দেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতার অপশক্তি ব্যবহার করে বিএনপি দেশকে অস্থিতিশীল পরিবেশে নিয়ে যেতে চায় বলে জানান তিনি। কাদের আরো বলেন, যারা ইউপি নির্বচানে দলের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।