বিএনপি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিএনপি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার চাইলে খালেদা জিয়ার সাজা যে কোনো মুহূর্তে বাতিল করতে পারে। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবু রানাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।