বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে প্রাবাসিদের কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে
- আপডেট সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে প্রাবাসিদের কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি। এ সময় দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানী, বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের স্বাধীনতা নাকি বিপন্ন, বিএনপি মহসচিবের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক না করে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল তৈরি করেছে বিএনপি ।এছাড়া আগুন সন্ত্রাসসহ যে কোন নৈরাজ্যের সাথে জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ার দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।