বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন ।
বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা বিএনপি হাতেই গঠিত হয়েছিল এবং এটা বাংলাদেশের একটি কালো অধ্যায় বলেও জানান তথ্যমন্ত্রী। এ সময় স্বাধীনতা বিরোধী এবং ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি । বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে যে বিষোদগার করেছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন বিএনপির নেতা রুহুল কবির রিজভি আহমেদ এখনোও পুরাপুরি সুস্থ্ নয়।