বিএনপিকে নিশ্চিহ্ন করতেই খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপিকে নিশ্চিহ্ন করতেই খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, জিয়াকে হত্যা করে যেমন বিএনপিকে ধ্বংস করা যায়নি তেমনি এই ষড়যন্ত্রও সফল হবে না।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার স্বার্থে বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রকে রক্ষায় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর বিকল্প নেই। তাই দ্রুত এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে জনগনকেও প্রস্তুত থাকতে আহবান জানান তিনি। সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বক্তব্য রাখেন।