গণতন্ত্র নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
গণতন্ত্র নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দলটি মূলত হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির হোতা।
সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মদিন উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, ‘৭৫ থেকে দেশে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে–তারই ধারাবাহিকতা ছিলো ১৫ আগস্ট, ৩ নভেম্বরের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা। এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গমাতার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।