বিএনপিকে মিথ্যার রাজনীতি পরিহার করার পরামর্শ তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিএনপিকে প্রতিষ্ঠাবাষিকীর শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের মিথ্যার রাজনীতি পরিহার করা উচিত। এদিকে, চন্দ্রিমায় জিয়ার লাশ দাফনের প্রমাণে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত মানিক মিয়াজীর প্রতিবেদনে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, ক্র্যাবের অনলাইন নিউজ পোর্টালের উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের মিথ্যার রজনীতি পরিহার করতে হবে।
নিজের মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন জ্যাকপট’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি দাবি করেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানকে দাফন করা হয়নি।
বিএনপির কাছে জিয়াউর রহমানের লাশের ছবিও দেখতে চান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।