বিএনপি’র অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। বরং বিএনপি’র অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা– এটাই তাদের ইতিহাস। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, নিজেদের রাজনৈতিক পরাজয় ঢাকতেই সরকারের বিরুদ্ধে মিথ্যা বিষোদগার করছে বিএনপি।
বিকেলে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে, গণতন্ত্রের চলমান ধারাকে রূদ্ধ করার চেষ্টা করছে।
এদিকে দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জিয়াউর রহমানের ষড়যন্ত্র আর হত্যার রাজনীতি বিএনপি এখনো বহন করছে।
বিএনপি সরকারের মিথ্যা সমালোচনা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।