বিএনপি’র আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এছাড়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের জন্য চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় বিএনপি’র কঠোর সমালোচনা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি মহসচিবের বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি।
পরে আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষনা করেন ওবায়দুল কাদের।
এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও স্বাধীনতা পরিষদ আয়োজিত সভায় বিএনপি নেতাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।