বিএনপির আন্দোলনের তোড়ে ভেসে যাবে আ’লীগ : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনের তোড়ে আওয়ামী লীগ ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহ গণসমাবেশে একথা বলেন তিনি। সরকারকে না হটিয়ে জনগণ ঘরে ফিরবে না বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, সমাবেশে আসার পথে পুলিশি বাধা ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা।
মামলা – হামলা, চেয়ারপারসনের মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির সমাবেশ। পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সকাল থেকেই জড়ো হয় দলের নেতাকর্মীরা। সময়ের সাথে বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম।
সমাবেশের মঞ্চে আজ দেখা গেছে ভিন্ন এক চিত্র। বিএনপি চেয়ারপারসনের জন্য রাখা হয় ফাঁকা আসন। উদ্দেশ্য খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির বার্তা দেয়া।
বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আহবান জানান দলের নেতারা।
সরকারকে হটিয়েই ঘরে ফিরবে বিএনপি বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। গণতন্ত্রের নামে আওয়ামী লীগ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ জানান তিনি।
বিএনপির সমাবেশ বানচালে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সরকারের কঠোর সমালোচনা বিএনপি মহাসচিব।
ময়মনসিংহের গণসমাবেশকে কেন্দ্র করে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় নেতারা পায়ে হেঁটে ও নৌকায় চড়ে সভাস্থলে পৌঁছেন। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।