বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা
- আপডেট সময় : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। তিনি বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন , আন্দোলনের নামে দেশের সম্পদ এবং মানুষহত্যার অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না। তিনি সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।
বিএনপি দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারকে জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নাই। তিনি বলেন,বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই সরকার এসব আন্দোলনে বাধা দেয়ার কোন প্রশ্নই ওঠে না। মতপ্রকাশের স্বাধীনতা নেই,- বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, সরকারের সমালোচনার জন্য এপর্যন্ত একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এই অভিযোগের ভিত্তি নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এদেশের গনতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।