বিএনপির আন্দোলনের বেলুন এবং আন্তর্জাতিক চাপ নিষ্ক্রিয় হয়ে গেছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনের বেলুন এবং আন্তর্জাতিক চাপ নিষ্ক্রিয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হুঁশিয়ার করে বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি।
প্রধান আলোচক বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার কুশীলবদের প্রকাশ্যে আনতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
বিশেষ অতিথি পুলিশেরআইজি বলেন, স্বাধীনতা বিরোধী একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
বিদেশীদের নানামুখী চাপ এবং বিএনপির আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।