বিএনপির আন্দোলনের হাকডাক শোনা গেলেও কখনো বর্ষণ দেখা যাবে না
- আপডেট সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনের হাকডাক শোনা গেলেও কখনো বর্ষণ দেখা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এছাড়া বিআরটিএ-কে সত্যিকার অর্থে সেবামূখি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেনন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার হঠানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন হাক-ডাকের মধ্যেই সিমাবদ্ধ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে আওয়ামী লীগ। তাই জনগণের কাছেও তাদের আন্দোলনের গ্রহনযোগ্যতা নেই।
এছাড়া সরকার গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোন সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ গ্রহনের সুযোগ সৃষ্টি করেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।