বিএনপি’র আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপি’র আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মির্জা ফখরুল আর জাফরুল্লাহ চৌধুরীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আলাদা দুটি অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন নতুন তথ্য উপস্থাপন বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়।
এদিকে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই মির্জা ফখরুল আর জাফরুল্লাহ চৌধুরীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন।
সম্প্রতি ২০ দলীয় জোট থেকে খেলাফত মজলিস ছেড়ে যাওয়ার ঘোষণাকে বিএনপি নেতাদের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদপুর স্টেডিয়ামে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করে জেলা আওয়ামী লীগ। এতে যোগ দিয়ে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এ দেশে আর কোনদিন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না।
আগামী নির্বাচন দূরের কথা, বর্তমান নেতৃত্বের জীবদ্দশায় বিএনপি’র ক্ষমতায় আসা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।